মদিনা সনদের আলোয় ন্যায়ের পথে স্মার্ট বাজার লিমিটেড ও বাংলাদেশ সর্বজনীন দলের ঐক্যবদ্ধ অগ্রযাত্রা ও সাংগঠনিক আলোচনা।

বিদ্যুৎ চন্দ্র বর্মন, নিজস্ব প্রতিবেদক:
ন্যায়, সাম্য ও মানবতার মহিমান্বিত শিক্ষা ধারণ করে সমাজ ও রাষ্ট্র গঠনের প্রত্যয়ে স্মার্ট বাজার লিমিটেড ও বাংলাদেশ সর্বজনীন দলের যৌথ উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা বলেন, মদিনা সনদের আদর্শ হলো ন্যায়ভিত্তিক সমাজ, যেখানে সব মানুষ সমান মর্যাদা ও অধিকার ভোগ করে। সেই মহান আদর্শকে ধারণ করেই বাংলাদেশ সর্বজনীন দল ও স্মার্ট বাজার লিমিটেড সমাজ পরিবর্তনের পথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চায়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সর্বজনীন দলের সভাপতি ও স্মার্ট বাজার লিমিটেডের চেয়ারম্যান মোঃ আবুল হাসেম।
তিনি বলেন,
“আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে সত্য, ন্যায়, সমতা ও মানবিক মূল্যবোধই হবে রাজনীতি ও উন্নয়নের মূল চালিকাশক্তি। আমাদের লক্ষ্য ক্ষমতা নয়, মানুষের কল্যাণ।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট বাজার লিমিটেডের পরিচালক প্রফেসর ড. ফেরদৌস আলম, ডাঃ বিদ্যুৎ চন্দ্র বর্মন, বাংলাদেশ সর্বজনীন দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রওফুল বরাত বাঁধন ঢালী, বাংলাদেশ সর্বজনীন দলের কেন্দ্রীয় ছাত্র সংগঠনের আহ্বায়ক মোঃ ইউনুস আলী, স্মার্ট বাজার লিমিটেডের পরিচালক মোছাঃ আলেয়া বেগম ও সালমা বেগমসহ আরও অনেকে।
বক্তারা বলেন, স্মার্ট বাজার লিমিটেড শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, এটি একটি সামাজিক পরিবর্তনের প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠানটি দেশের তরুণ প্রজন্মকে কর্মসংস্থান, উদ্যোক্তা তৈরি ও নৈতিক নেতৃত্ব গঠনে অনুপ্রাণিত করছে।
অন্যদিকে বাংলাদেশ সর্বজনীন দল রাজনৈতিক অঙ্গনে নতুন ধারার সূচনা করেছে, যেখানে ধর্ম, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে সকল মানুষ সমান সুযোগ ও মর্যাদা পাবে।
আলোচনায় আরও বলা হয়, দেশব্যাপী সংগঠনটির সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের সম্পৃক্ততা বাড়ানো হবে।
সভায় বক্তারা তরুণ সমাজকে নৈতিক ও মানবিক চেতনায় উদ্বুদ্ধ করে সামাজিক সচেতনতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান।
সভা শেষে সভাপতি মোঃ আবুল হাসেম বলেন,
“আমরা বিশ্বাস করি, মদিনা সনদের ন্যায়নীতিই হলো প্রকৃত উন্নয়নের ভিত্তি। বাংলাদেশ সর্বজনীন দল সেই আলোকিত আদর্শে পথচলা শুরু করেছে, যেখানে থাকবে ন্যায়, থাকবে সত্য, থাকবে মানবতা।”
সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।