রাতেও শহীদ মিনারে অবস্থান করছেন আন্দোলনরত শিক্ষকরা।

বিশেষ প্রতিবেদক:
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া মূল বেতনের ২০ শতাংশ করার দাবিতে আন্দোলন চলাকালীন পুলিশ সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিপেটা ব্যবহার করেছে। এ ঘটনায় কয়েকজন শিক্ষক আহত হয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, শিক্ষকরা রাতেও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। কেউ পলিথিন ও পাটি বিছিয়ে রাতযাপনের প্রস্তুতি নিচ্ছেন। অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী, যিনি বলেন,“২৪ ঘণ্টা আমরা এখানে থাকব। যতক্ষণ সরকার আমাদের দাবিগুলো পূরণ করবে না—বাড়ি ভাড়া মূল বেতনের ২০ শতাংশ, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীর ৭৫ শতাংশ উৎসব ভাতা—ততক্ষণ শহীদ মিনারে অবস্থান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, ৩০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের ছয় লাখ এমপিওভুক্ত শিক্ষক- কর্মচারী লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন। প্রতিষ্ঠান খোলা থাকবে, কিন্তু দুই-চারজন শিক্ষক ছাড়া বাকিরা জাতীয় প্রেস ক্লাব ও শহীদ মিনারে অবস্থান নেবেন।
এর আগে রবিবার দুপুরে প্রেসক্লাব এলাকায় পুলিশ শিক্ষকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জ করে। শিক্ষকরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন। কিছু শিক্ষক পুনরায় প্রেসক্লাব এলাকায় অবস্থান নেন, অন্যরা শহীদ মিনারে অবস্থান নেন।
শিক্ষকরা জানিয়েছেন, বাড়িভাড়া ২০ শতাংশ করা না হলে তারা আন্দোলন ছাড়বেন না। এর আগে সরকারের পক্ষ থেকে কয়েকবার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। এবার তারা প্রজ্ঞাপন হাতে পেতে চান।