রংপুর বিভাগ যেনও মাদকের আতুর ঘর।র্যাবের পৃথক পৃথক অভিযানে এস্কাফ ফেনসিডিল, ও মরননাষক ট্যাপেন্টাডলসহ গ্রেফতার-৪
মুহাম্মদ রাওফুল বরাত বাঁধন ঢালী। রংপুর বিভাগীয় চীপ।
রংপুর র্যাব-১৩ এর পৃথক পৃথক অভিযানে মোট ৭৩২ বোতল ফেনসিডিল এস্কাফ (ESKuf) এবং ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দসহ ৪ জন মাদক কারবারি গ্রেফতার।
র্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে
জানানো হয়, র্যাবের চলমান মাদক বিরোধী অভিযানে শুক্রবার ১০ অক্টোবর সকাল সাড়ে এগারোটার দিকে র্যাব-১৩ সদর কোম্পানী ক্যাম্পের একটি আভিযানিক দল লালমনিরহাট জেলার আদিতমারি থানাধীন সাপ্টিবাড়ি বাজারস্থ স্বাদ ভোজন হোটেল এ্যান্ড রেস্টুরেন্ট এর সামনে অভিযান চালায়। পৃথক ওই অভিযানে একটি মোটরসাইকেল তল্লাশি করে বিশেষ কায়দায় রক্ষিত ফেন্সিডিল জাতীয় ২৬৬ বোতল এস্কাফ (ESKuf) উদ্ধার সহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক কারবারি লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন আমঝোল গ্রামের আব্দুল সোবহান এর ছেলে মাহাবুব আলম (৪০)। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করেছে র্যাব।
একই তারিখ দুপুরে পৃথক আরো একটি অভিযানে র্যাব -১৩ সদর কোম্পানীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন কাশিপুর ইউনিয়নের পশ্চিম অনন্তপুর গ্রামের জায়দুল খাদিজা দম্পত্তির বাড়িতে
অভিযান চালিয়ে খাটের নীচ হতে ফেন্সিডিল জাতীয় ৪৬৬ বোতল এস্কাফ (ESKuf) উদ্ধার সহ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন পশ্চিম অনন্তপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে
জায়দুল হক (৪২) ও তার স্ত্রী মোছাঃ খাদিজা বেগম (৩৫)।
এর আগে ৯ অক্টোবর রাতে র্যাব-১৩ এর সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে দিনাজপুর জেলার কোতয়ালী থানার অন্তর্ভুক্ত জনৈক শফিকুল ইসলামের বাড়ীতে অভিযান চালায়। এ সময় ধৃত আসামীর দেয়া তথ্য মতে তার শ্বশুর বাড়ির রান্নাঘর তল্লাশীকালে একটি ব্যাগের মধ্যে রক্ষিত ১০০ (একশত) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার সহ ওই মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত মাদক কারবারি দিনাজপুর জেলার কোতোয়ালী থানার অন্তর্ভুক্ত পাক পাহাড়পুর গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে রাইয়ান হোসেন (৩০)। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত সহ গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
