নেত্রকোনা কলমাকান্দা উপজেলায় লেংগুড়ায় ১২ বোতল ভারতীয় মদ আটক করে নেত্রকোনা (৩১বিজিবি)

IMG_20251012_105005

সারোয়ার পারভেজ বাবু, নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনা (৩১বিজিবি) অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান ১১ অক্টোবর ২০২৫ শনিবার আনুমানিক রাত ১১.৪৫ মিনিটে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা (৩১বিজিবি) এর অধিনস্থ লেংগুড়ার বিওপির ০৬ সদস‍্যর একটি বিশেষ টহল দল কতৃক বিওপির দায়িত্ব পৃর্ণ এলাকায় সীমান্ত পিলার ১১৭১/-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ‍্যন্তরে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা ৫নং লেংগুড়া ইউনিয়ন এর কাওবাড়ী নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহিন অবস্থায় ১২ বোতল ভারতীয় রয়‍্যাল ষ্টাগ মদ আটক করা হয়।
আটক কৃত মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে।