ট্যুরিস্ট পুলিশের সহায়তায় নিখোঁজ শিশুকে পরিবারের কাছে হস্তান্তর

IMG_20251011_220938

আহমদ রেজা, চট্টগ্রাম বিভাগী ব্যুরো প্রধানঃ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকতে পরিবারসহ বেড়াতে এসে এক শিশুর হারিয়ে যাওয়ার ঘটনা ঘটে। পরে ট্যুরিস্ট পুলিশের তৎপরতায় শিশুটি তার পরিবারের কাছে ফিরে আসে।

শনিবার বিকাল ৪টার দিকে পরিবার থেকে পিছিয়ে পড়ে নিখোঁজ হয় পাঁচ বছর বয়সী শিশু ফাতেমা, পিতা নবী হোসেন ও মাতা শাবিনা আক্তারের কন্যা, সাং লালখান বাজার, পোস্ট দামপাড়া, থানা খুলসী, চট্টগ্রাম।

স্থানীয় একজন ক্যামেরাম্যান সমুদ্রের পাড়ে শিশুটিকে একা ঘুরতে দেখে বিষয়টি ট্যুরিস্ট পুলিশকে জানান। পরে মহিলা কনস্টেবল কুসুম ও তার টিম শিশুটিকে উদ্ধার করে নিজেরা যত্ন নেয়, খাবার ও খেলনা দেয়।

দায়িত্বরত এসআই ফিরোজ জানান, “শিশুটি বিকাল ৪টার দিকে আমাদের হেফাজতে আসে। আমরা সাথে সাথে তার পরিবারের খোঁজে তল্লাশি শুরু করি।” পুলিশ সদস্যরা সৈকতের দোকান ও দর্শনার্থীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেও পরিবারের সন্ধান না পেয়ে অনলাইনে অনুসন্ধান চালান।

অনুসন্ধানে ‘জাগ্রত ফাউন্ডেশন’-এর সূত্রে মতি ঝর্ণাল্যান্ড স্কুলের তথ্য পাওয়া যায়। এর মাধ্যমে অবশেষে বিকাল ৫টা ২৫ মিনিটে শিশুর পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়।

পরিবারকে শনাক্তের পর শিশুকে দেখিয়ে নিশ্চিত করা হয় — ফাতেমা তাদেরই মেয়ে। এরপর প্রশাসনিক নিয়ম মেনে শিশুটিকে পরিবারের হাতে তুলে দেন ট্যুরিস্ট পুলিশ সদস্যরা।

শিশুটির পরিবার ট্যুরিস্ট পুলিশ ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
স্থানীয় পর্যটকরা মানবিক এই ভূমিকার জন্য আনোয়ারা পারকি সমুদ্র সৈকতের ট্যুরিস্ট পুলিশকে প্রশংসায় ভাসান।