ঝিনাইদহে “দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন

মোঃ আবু সাইদ শওকত আলী,
খুলনা বিভাগীয় প্রধানঃ
“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল” এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহ সুইমিং ক্লাবের আয়োজনে এবং অংকুরের সহযোগিতায় অনুষ্ঠিত হলো “দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা” সফলভাবে সম্পন্ন হয়েছে।
পারমথুরাপুর নতুন ব্রিজ থেকে শুরু হয়ে ধোপাঘাটা পুরাতন ব্রীজ পর্যন্ত দীর্ঘ ৮ কিলোমিটার এই সাঁতার প্রতিযোগিতা শুক্রবার সকাল ৭টা ৪৫ মিনিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বিশিষ্ট ক্রীড়ানুরাগী, ক্রীড়া সংগঠক ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা। প্রায় ২ ঘন্টাব্যাপী চলা এ প্রতিযোগিতায় ২৫ জন সাঁতারু অংশ নেই। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে কুষ্টিয়ার সাঁতারু মোহাম্মদ আকাশ হোসেন, দ্বিতীয় হয়েছেন ঝিনাইদহের সাঁতারু সুজা মোল্লা ও তৃতীয় হয়েছে একই জেলার সাঁতারু হিমেল মোল্লা।
সাঁতার শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট এম. এ. মজিদ।
সভাপতিত্ব করেন অংকুর নাট্য একাডেমির সভাপতি সমাজসেবক ও ক্রীড়া সংগঠক আহসান হাবিব রনক। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন অংকুর নাট্য একাডেমির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ সুইমিং ক্লাবের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করে, শরীর ও মন দুটোই সুস্থ রাখে এবং সমাজে ইতিবাচক বার্তা দেয়। সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা অসাধারণ ক্রীড়াসুলভ মনোভাব ও দৃঢ় মনোবল প্রদর্শন করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক কমিটি। এই সফল আয়োজনের জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা উদযাপন কমিটিকে, যার নেতৃত্বে ছিলেন আহ্বায়ক মোঃ জয়নাল আবেদীন, সদস্য সচিব মোঃ আওলাদ হোসেন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অংকুর নাট্য একাডেমির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ সুইমিং ক্লাবের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস। এই অনুষ্ঠানটি সফল করতে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন রেজাউল আলম আবুল কালাম আজাদ মোঃ হায়দার আলী, সাংবাদিক সাজ্জাদ আহমেদ, মীর আব্দুল মান্নান খসরুজ্জামান বাবু, নাজমুল হাসান সুমন, মোহাম্মদ জামাল হোসেন, মোহাম্মদ তরিকুল ইসলাম, জাহিদ মোল্লা প্রমূখ। নদীর দুপাড়ের হাজার হাজার মানুষ সাঁতার প্রতিযোগিতা উপভোগ করেন।