নাটোরে সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য আটক।

{"AIGC":{"Label":"1","ContentProducer":"001191350100M000100Y4300000","ProduceID":"d994fcb6fa254fa0ad13e53145f24de2","ReservedCode1":"","ContentPropagator":"001191350100M000100Y4300000","PropagateID":"d994fcb6fa254fa0ad13e53145f24de2","ReservedCode2":""}}
বিশেষ প্রতিবেদকঃ
নাটোরের লালপুরে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে একটি সফল অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ প্রতারক চক্রের ১২ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়। যারা ইমু অ্যাপ ব্যবহার করে দীর্ঘদিন ধরে সাইবার অপরাধ ও ব্ল্যাকমেইলের সঙ্গে জড়িত থাকার পাশাপাশি নিয়মিত মাদক সেবনেও লিপ্ত ছিল।
বুধবার (০৯ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার বিলমাড়িয়া এলাকা থেকে সেনাবাহিনী তাদের আটক করে লালপুর থানায় হস্তান্তর করেন। আটককৃতরা হলেন- উপজেলার মহড়কয়াসহ বিভিন্ন গ্রামের মো. রিয়াজ আহাম্মেদ, মো. রাব্বি হোসেন, মো. আবির আলী, মো. পান্তো, মুরাদ, কাওসার, রাসেল, সানজিদ, মো. কাওসার মুন্না, মমিন, মো. রিদওয়ান ও সাগর আলী।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য হিসেবে ইমু অ্যাপের মাধ্যমে দেশি ও প্রবাসীদের সঙ্গে উভয় কন্ঠে কথা বলে প্রেমের সম্পর্ক স্থাপন করতো। পরবর্তীতে অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ হাতিয়ে নিতো। তারা নিজেদের কিশোর গ্যাং পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তার এবং মাদকসেবনের মাধ্যমে যুবসমাজকে বিপথগামী করার চেষ্টা করছিল।
অভিযানের সময় বসতবাড়িতে তল্লাশি চালিয়ে সেনাবাহিনী উল্লেখযোগ্য পরিমাণ আলামত জব্দ করে। অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ১৬টি, বাটন মোবাইল ফোন ১২টি, অতিরিক্ত সিমকার্ড ৩০টি, দেশীয় তৈরি অস্ত্র ০১টি, ইয়াবা ট্যাবলেট ৫ পিস ও স্বল্প পরিমাণ গাঁজা।
অভিযান শেষে আটক ব্যক্তিদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য লালপুর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ওসি মমিনুজ্জামান বলেন, তাদেরকে আটক দেখানো হয়েছে ও বিভিন্ন মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে।সেনাবাহিনীর এই সফল অভিযান এলাকায় ব্যাপক প্রশংসা অর্জন করেছে এবং স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে।