গোসল করতে গিয়ে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের মাতম।

IMG-20251011-WA0026

মোঃ আবু সাইদ শওকত আলী,
খুলনা বিভাগীয় প্রধানঃ

গোটা গ্রামজুড়ে চলছে শোকের মাতম। পিতা-মাতা, প্রতিবেশি-স্বজন সবার হাহাকার আর আর্তনাদে এলাকার আকাশ ভারি হয়ে উঠছে। সান্তনা দেওয়ার ভাষা নেই কারও। হৃদয় বিদারক এ দৃশ্য মাগুরার মহম্মদপুরের চাপাতলা গ্রামের। শনিবার (১১ অক্টোবর) দুপুরে গোসল করতে গিয়ে একই সাথে পানিতে ডুবে প্রাণ হারায় তিন শিশু। তাদের করুণ মৃত্যুতে চাপাতলা গ্রামজুড়ে এখন শুধুই শোকের মাতম।

​জানা যায়, শনিবার দুপুর
আনুমানিক ২টার দিকে চাপাতলা গ্রামের আনারুলের মেয়ে তারিন (৯), সাজ্জাদের মেয়ে সিনথিয়া (৮) এবং তরিকুলের মেয়ে তানহা (৯) বাড়ির পাশেের খালে গোসল করতে যায়। গোসলের সময় একে একে ওই তিন শিশু পানিতে ডুবে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয়দের প্রচেষ্টায় তিন শিশুকে খালের পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আসাদুর রহমান তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।