নেত্রকোনা বারহাট্রা ০২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশির গণসংযোগ।

সারোয়ার পারভেজ বাবু,নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নেত্রকোনা ০২ বারহাট্রা আসনের মনোনয়ন প্রত্যাশি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য
ড. আরিফা জেসমিন নাহীন নিজ এলাকায় নেতা কর্মিদের নিয়ে নেত্রকোনা পৌর শহরে ভোটারদের মাঝে গণসংযোগ করে এ সময় ভোটারদের হাতে তুলে দেন তারেক রহমানের ৩১দফা রাষ্ঠমেরামতের রিফলেট আরিফা জেসমিন বলেন বিগত ফেশিষ্ট আওয়ামীলীগের আমলে আমি আমার পরিবার সহ জীবনের মায়া ত্যাগ করে জিয়া পরিবারের পাশে থেকে রাজ পথে আন্দোলন সংগ্রাম করে গিয়েছি জেল জুলুমের শিকার হয়েছি মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করা হয়েছে আমার বাসা ভাংচুর করা হয়। এর পরে ও জনাব তারেক রহমানের ডাকা প্রতিটা কর্মসূচিতে অংশগ্রহণ করি তাই আগামিতেও তারেক রহমান প্রতিটা কর্মসূচিতে যেভাবে ডাক দিবেন সেই ভাবেই আমি আমার অবস্থান থেকে এগিয়ে যাব সামনে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আমি ও একজন মনোনয়ন প্রত্যাশী দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে জয়ের ব্যপারে শত ভাগ আশা বাদী তিনি আরও বলেন দল যদি আমাকে মনোনয়ন নাও দেয় যাকে দিবে দলের সিদ্ধান্ত মেনে তার পক্ষেই কাজ করে যাব ও থাকে বিজয়ী করে নিয়ে আসব ইনশাআল্লাহ।