সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নেত্রকোনা -৫ আসনের মনোনয়ন প্রত্যাশী- ব্যারিষ্টার মওদুদ।

IMG-20251009-WA0038

সারোয়ার পারভেজ বাবু, নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনা – ৫ পূর্বধলা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মওদুদ আহমেদ খান বলেছেন, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা এবং জনসম্পৃক্তির মাধ্যমে সাম্য, মানবিক রাষ্ট্র, সামাজিক মূল্যবোধ, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য। জনগণের জীবনমান উন্নয়নের মধ্য দিয়ে একটি স্বনির্ভর, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।বৃহস্পতিবার দুপুর ১টায় জেলা প্রেসক্লাবের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।ব্যারিস্টার মওদুদ আহমেদ খান বলেন, দেশপ্রেমিক, সুশিক্ষিত ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে সুন্দর আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চাই।নেত্রকোনা -৫ পূর্বধলা আসনের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ উন্নয়নই হবে আমার অগ্রাধিকার। বিশেষ করে প্রান্তিক কৃষকের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই।সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যারিস্টার মওদুদ আহমেদ খান জানান, তিনি শুধু প্রবাস জীবনে নয়,দীর্ঘদিন ধরে রাজনীতি মাটিতে সক্রিয় ছিলেন।
বিএনপি সূত্রে জানা গেছে, ব্যারিস্টার মওদুদ বর্তমানে দলের চেয়ারপারসনের নির্দেশনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি তত্ত্বাবধানে মাঠে কাজ করছেন। তিনি বলেন, আমার পরিবার সবসময় জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। জনগণের ভালোবাসা ও দলের সমর্থন থাকলে আমি নেত্রকোনা-৫ পূর্বধলা আসনের মানুষের প্রত্যাশা পূরণ করব। মতবিনিময সভা শেষে সাংবাদিকদের উদ্দেশে ব্যারিস্টার মওদুদ আহমেদ খান বলেন, আপনারা মানুষের কণ্ঠস্বর, আপনাদের লেখনীর মাধ্যমে তাদের কষ্ট ও স্বপ্ন জাতির সামনে তুলে ধরুন। মনে রাখবেন, আমি আপনাদেরই আপনজন। ব্যারিষ্টার মওদুদ আহমেদ খান কে স্বাগত জানান জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ম.কিবরিয়া চৌধুরী হেলিম, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক এ কে এম আব্দুল্লাহ প্রমুখ।