ভোটটা ধানের শীষে দিয়েন! আপনাদের কাছে দাওয়াত দিচ্ছি!!—-সাবেক মেয়র তারিক আহমেদ !

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ-২ আসন-৪৪ (ভোলাহাট, নাচোল ও গোমস্তাপুর) এ তিনটি উপজেলা নিয়ে জাতীয় সংসদ সদস্য (এমপি) মনোনয়ন প্রত্যাশী বিএনপির প্রার্থীগণ কমর বেঁধে নির্বাচনী মাঠে নেমেছেন! একই আসনে প্রায় ১৪/১৫ জন বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থী মাঠে চোষে বেড়াচ্ছেন। তবে এই ১৪/১৫ জন প্রার্থীর মধ্যে ২/৩ জন প্রার্থী তিন থানার সর্বত্রই ভোটারদের কাছে পৌঁছে দিচ্ছেন তাদের ও কেন্দ্রীয় কর্মসূচীর বার্তার পৌঁছে দিতে মরিয়া হয়ে মাঠে নেমেছেন।
আর বাকী প্রার্থীগণ ফেসবুক আর পোষ্টার, হ্যাণ্ডবিল লিফলেট দিয়েই দায়সারা হিসেবে কাজ করছেন বলে পরিলক্ষিত হয়েছে। তবে জামায়াতে ইসলামী বাংলাদেশ পার্টির প্রার্থী মাত্র ১জন হওয়ায় পার্টির নেতাকর্মীরা খুশিতে দিন অতিবাহিত করছেন বলে প্রত্যক্ষ করা গেছে।
এরই মধ্যে একজন প্রকৃত বিএনপির একনিষ্ঠ কর্মি নামে খ্যাত। গোমস্তাপুর উপজেলার কৃতি সন্তান। গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার সাবেক সফল মেয়র। সাবেক গোমস্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজ সেবক, হাস্যউজ্জ্বল বলিষ্টকণ্ঠ তারিক আহমেদ।
তিনি গতকাল দিনব্যাপী ভোলাহাট, গোমস্তাপুর ও বিশেষ করে নাচোল উপজেলার নাচোল বাজার, নাচোল বাসস্ট্যান্ড মোড়, নিজামপুর বাজার, হাটবাকৈল বাজারসহ রাজবাড়ী বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের প্রতীক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচী রাষ্ট্রকাঠামো মেরামতের লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
তারিক আহমেদ লিফলেট হাতে নিয়ে ভোটারদের দ্বারপ্রান্তে গিয়ে তাদেরকে বলেন, ভোটটা ধানের শীষে দিবেন। আপনাদের দাওয়াত দিয়ে গেলাম।
এ সময় ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী তারিক আহমেদের সাথে ছিলেন, গোমস্তাপুর উপজেলা ও পৌর বিএনপি ও তার অংগসংগঠনের নেতাকর্মী এবং তার সমর্থকেরা।
ছবিক্যাপশনঃ ধানের শীষের গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সম্পাদক ও সফল পৌরসভার সাবেক মেয়র তারিক আহমেদের নাচোল উপজেলার বিভিন্ন এলাকায় গতকালের গণসংযোগ ও লিফলেট বিতরণের দু-একটি ভিডিও চিত্র।