কাশিমপুরে তুচ্ছ ঘটনায় যুবক খুন , আহত-২।

IMG-20251009-WA0039

মোঃ আবু সাইদ শওকত আলী,খুলনা বিভাগীয় প্রধানঃ


যশোরে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে।  এ ঘটনায় গুরুতর আহত হয়েছে অপর একজন। ঘটনাটি ঘটেছে  বৃহস্পতিবার বেলা  ১১ টার দিকে সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ডাকাতিয়া গ্রামের মধু গাজীর ছেলে চঞ্চল (২৮) এর একটি ইজিবাইক দুইমাস আগে চুরি হয়ে যায়।  সেই চুরি হওয়া ইজিবাইক নিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে চঞ্চল  হোসেন  ও একই গ্রামের জামাল হোসেনের ছেলে রবিউল ইসলামের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এ সময় দুই পরিবারের লোকজনসহ গ্রামের অনেকেই জড়ো হয়ে যায়।  কথা কাটাকাটির এক পর্যায়ে  রবিউল ও তার ভাই বিল্লাল হোসেনসহ কয়েকজন মিলে চঞ্চল হোসেন ও তার পিতা  মধু গাজীকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।
পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে সাড়ে ১১ টার সময় চঞ্চল হোসেন মারা যায়।  গুরুতর আহত অবস্থায় তার পিতা মধু মিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
উক্ত ঘটনায় রবিউল ইসলাম ও আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ রিপোর্ট লেখা  পর্যন্ত  নিহত চঞ্চলের লাশ  যশোর জেনারেল হাসপাতালের  মর্গে রয়েছে।