নাটোরের NSI এর তথ্যের ভিত্তিতে মহিলা প্রতারক চক্রের ০৪ জন সদস্য আটক প্রসঙ্গে।

মোঃ নাহিদ ইসলাম,নাটোর জেলা ক্রাইম রিপোর্টারঃ
আজ ১২:৩০ ঘটিকায় নাটোর শহরের নিচা বাজারে জেলা এনএসআই নাটোরের তথ্যের ভিত্তিতে মহিলা প্রতারক চক্রের ০৪ জন সদস্যদের আটক করেছে নাটোর সদর থানা পুলিশ।
আটক প্রতারক চক্রের নাম ঠিকানাঃ
ক। রজনী, পিতা-মোঃ মিঠু, ঠিকানা- জেলা- জামালপুর (তেবাড়িয়া কেয়ার ক্লিনিকের কাছে থাকে)
খ। বিলকিস বেগম, স্বামী- মোঃ বরকতউল্লাহ, পিতা- নূর শেখ
ঠিকানা- থানা ইসলামপুর, জেলা-জামালপুর। (তেবাড়িয়া কেয়ার ক্লিনিকের কাছে থাকে) গ। মোসাঃ বন্যা পিতা- মোঃ আক্কাস ঠিকানা-বড়াইগ্রাম, নাটোর ঘ। মোসাঃ মারুফা পিতা- মোঃ আলম, ঠিকানা- উত্তর দমদমা, সিংড়া, নাটোর।
উল্লেখ্য, অদ্য বর্ণিত সময়ে ভুক্তভোগী পারভিন (৫৫), স্বামী- মোঃ আনোয়ার হোসেন, সাং- কান্দিভিটা, নাটোর সদর, নাটোর নামীয় এক মহিলার কাছ থেকে বর্ণিত প্রতারক চক্রের সদস্যরা তার কাছে থাকা ভ্যানিটি বাগ হতে কৌশলে ৬০০ টাকা নিয়ে পালিয়ে যায়। প্রতারক চক্রের সদস্যরা নাটোর শহরস্থ নিচা বাজারের বিভিন্ন দোকানদার ও ক্রেতাদের প্রতারণার মাধ্যমে জিম্মি করে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক দিক নির্দেশনায় অভিযান পরিচালনা করে ০৪ জন প্রতারক চক্রকে নাটোর সদর থানার পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।
তথ্য সুত্রঃ এনএসআই, নাটোর।