ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত কর্মসূচির উদ্বোধন করেন অধ্যাপক মতিয়ার রহমান।

IMG-20251008-WA0007

মোঃ আবু সাইদ শওকত আলী,
খুলনা বিভাগীয় প্রধানঃ


ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়নে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত কর্মসূচির উদ্বোধন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝিনাইদহ-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে হবে। তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, সেদিনের অপমান ও বিপদ থেকে বাঁচো; সেদিন প্রত্যেককে তার সৎকর্ম ও অপকর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে, কারো প্রতি অন্যায় করা হবে না।”
বুধবার সকালে রামচন্দ্রপুর গ্রামের মোল্লা পাড়া জামে মসজিদের সামনের রাস্তা এবং বিশ্বাস পাড়ার মাঠের শ্বশানের রাস্তা মেরামত করেছেন নেতাকর্মীরা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বলুহর ইউনিয়ন জামায়াতের আমীর শাহ আলম, নায়েবে আমীর মাওলানা আবুল কালাম আজাদ, রামচন্দ্রপুর ওয়ার্ডের সভাপতি সেলিম উদ্দিন, বলুহর ওয়ার্ডের সেক্রেটারি মুসা করিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

স্থানীয় জনগণ রাস্তা মেরামত উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি এলাকার চলাচল ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

You may have missed