পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল শিশর, পরিবারে শোকের মাতম।

IMG-20251007-WA0020

মোঃ আবু সাইদ শওকত আলী,
খুলনা বিভাগীয় প্রধানঃ

নানা বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে প্রান গেলে তাওহীদ হাসান (৫) নামের এক শিশুর। নিহত শিশু যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়া গ্রামের বিপুল হোসেনের ছেলে।

নিহতের নানা তরফ আলী জানান, তার জামাই মেয়ে তার বাড়ি ইসলামপুরে বসবাস করেন। সকালে সবার অজান্তে শিশু তাওহীদ হাসান খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। এসময় তাকে উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে।
শিশু তাওহীদ হাসানের মৃত্যুর পর তার পিতা মাতা পাগল প্রায়।