আটপাড়া উপজেলার মুনসুরপুর গ্রামে আটক (Bengal Civet) বন বিড়াল জাতীয় প্রানী।

মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ
নেত্রকোনার আটপাড়া উপজেলার মুনসুরপুর গ্রামে ধরা পড়ে Bengal Civet বন বিড়াল জাতীয় এই প্রানী।
৫ অক্টোবর রবিবার গভীর রাতে নেত্রকোনার আটপাড়া উপজেলার মনসুরপুর গ্রামের রুমেন মিয়ার বাড়ির পিছনে হাঁসের খামার ঘরের পিছনে ধরা পড়ে।
এটা বনবিড়াল জাতীয় (Bengal Civet / Small Indian Civet বা এ ধরনের সিভেট জাতীয় প্রাণী)।
আমাদের গ্রামান্চলে অনেকে “গন্ধগোকুল” বা “খাটাশ” বলে ডাকে। এরা সাধারণত নিশাচর প্রাণী, মুরগি, হাঁস-মুরগি, ছোট প্রাণী এবং ফলমূল খেয়ে বেঁচে থাকে।
এই প্রানীটিকে রুমেন মিয়ার খামারে আটকে রাখা হয়েছে।
এই প্রানীটিকে দেখতে নেত্রকোনার বিভিন্ন উপজেলা থেকে মোটরসাইকেল, মাইক্রো, অটোরিকশা যোগে ছুটে আসছে।
আটপাড়া উপজেলার প্রানী সম্পদ কর্মকর্তা বলেন – এটি দেশীয় বিড়াল জাতীয় প্রানী। এরা বিভিন্ন মুরগি ও হাঁসের খামারের ক্ষতি সাধন করে থাকে।