মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি শহিদুলের প্রয়াত মাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মোঃ ফিরোজ আহমেদ। মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি ॥
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ. এম. শহিদুল ইসলামের প্রয়াত মমতাময়ী মাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, মরহুমা ১৯৮৮ সালের ৬ অক্টোবর মহান রবের ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমান। তাঁর স্মরণে সোমবার এশার নামাজের পর মোরেলগঞ্জ চাউলাপট্রি জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া পরিচালনা করেন চাউলাপট্রি জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ আলী। দোয়া মাহফিলে মরহুমার আত্মার মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
পরবর্তীতে মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাব বারইখালী মেইন রোড ঢালাই ব্রিজ সংলগ্ন প্রেসক্লাব কার্যালয় দ্বিতীয় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন জামে মসজিদের মোয়াজ্জেম ও হাফেজ মোঃ আবুল বাশার, বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জেম কারী আবু বকর, সুতালড়ী সফিজউদ্দিন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জাহিরুল আলমসহ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্কল
দোয়া মাহফিল শেষে মরহুমার আত্মার শান্তি ও পরিবারের সদস্যদের প্রতি আল্লাহর রহমত কামনা করা হয়।