আদিতমারীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন,প্রবীণদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ সমাজ গঠনের আহ্বান।

IMG-20251008-WA0000

প্রদীপ কুমার রায়, আদিতমারী উপজেলা প্রতিনিধি:

আদিতমারী উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এবারের প্রতিপাদ্য বিষয় ছিল— “প্রবীণদের মর্যাদা ও অধিকার, সমাজে হোক সবার অঙ্গীকার।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিধান কান্তি হালদার এবং সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদ রানা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ নাগরিক, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষক, সমাজসেবক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজের অভিজ্ঞতা ও জ্ঞানের ভাণ্ডার। তাঁদের প্রতি শ্রদ্ধা ও যত্ন প্রদর্শন করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। নতুন প্রজন্মকে প্রবীণদের প্রতি সহমর্মিতা ও ভালোবাসায় উদ্বুদ্ধ করতে হবে।

অনুষ্ঠানের শেষে প্রবীণদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। এ সময় তাঁদের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মর্যাদাপূর্ণ জীবনের কামনা করা হয়।

You may have missed