হৈবতপুরে লাউখালী বাওড়ে ডুবে দু’শিশুর করুণ মৃত্যু , একই দিনে তিন শিশুর মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া।

IMG-20251007-WA0067

মোঃ আবু সাইদ শওকত আলী,খুলনা বিভাগীয় প্রধানঃ


যশোর সদরের হৈবতপুর ইউনিয়নের লাউখালী বাওড়ে গোসল করতে নেমে আপন খালাতো দুই ভাইয়ের পানিতে ডুবে করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে।
নিহত মুজাহিদ (৭) সুলতানপুর গ্রামের হোসেন আলীর ছেলে ও আপন (৮)  রসুলপুর গ্রামের আপন হোসেনের ছেলে । নিহতরা দুইজনই আপন খালাতো ভাই।

নিহত শিশুদের নানা আনোয়ার হোসেন জানান, তারা তাদের বাড়িতে একটি অনুষ্ঠানে আসে। ঘটনার দিন বেলা ১১ টার দিকে তারা বাঁওড়ে গোসল করতে  গেলে বাওড়ের পানিতে পড়ে ডুবে যায়। স্থানীয় লোকজন বুঝতে পেরে ভিকটিমদ্বয়কে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে  নিয়ে আসেন। এসময় জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক  পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত বলে ঘোষণা করেন। এ রিপোট লেখা পর্যন্ত লাশ হাসপাতালের মর্গে রয়েছে।
এদিকে, একই সাথে দুই শিশুর মৃত্যুতে পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে চোখের পানি কেউ ধরে রাখতে পারছেনা।
উল্লেখ্য, নানা বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে সকালে মৃত্যু বরণ করেন তাওহিদ হাসান(৫)।

You may have missed