রুহিয়ায় বিএনপির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত।

IMG-20251007-WA0073

মোঃ আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নবনির্বাচিত কমিটির পরিচিতি ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) বিকেলে রুহিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সভায় নবনির্বাচিত ১১১ সদস্য বিশিষ্ট কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সভায় রুহিয়া থানা বিএনপির সভাপতি মোঃ আব্দুল জব্বারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ পয়গাম আলী, ঠাকুরগাঁও জেলা আদালতের সাবেক বারের সভাপতি ও পিপি আব্দুল হালিম, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল হক, হাসান মাহমুদ এবং কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি চৌধুরী মোহাম্মদ মহেবুল্লাহ আবনুর। প্রধান অতিথির বক্তব্যে পয়গাম আলী বলেন, বর্তমান সরকারের দুঃশাসন, গুম, খুন এবং ভোট ডাকাতির বিরুদ্ধে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। বিএনপির প্রতিটি স্তরের নেতাকর্মীকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হতে হবে। এই লড়াই শুধু দলের নয়, এটি গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার লড়াই। সভায় অন্যান্য নেতারা বলেন, বিএনপি রাজপথে আছে জনগণের ভোট ও ভাতের অধিকার আদায়ের আন্দোলনে। নবনির্বাচিত নেতাদের দায়িত্বশীলভাবে কাজ করে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান তারা। সভায় রুহিয়া থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

You may have missed