মদনে চানগাঁও ইউনিয়ন বিএনপির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মদন (নেত্রকোণা) সংবাদদাতা:
নেত্রকোণার মদন উপজেলার চানগাঁও ইউনিয়ন বিএনপির পরিচিতি অনুষ্ঠান ও আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করা যেতে পারে) চানগাঁও চাহাম উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল রহমান আঞ্জুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সাদেকের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও চানগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল আলম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কাইটাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের আজাদ, সহ-সভাপতি শহিদুল ইসলাম বকুল, সম্মানিত সদস্য মির্জা রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন আহম্মদ সেকুল, সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহি টুটন, শামসুল আলম লালুসহ আরও অনেকে।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সভাপতি গোলাম মোস্তফা মজলিস, উপদেষ্টা কমিটির সদস্য ফজলুল রহমান ফৌজদার, নায়েকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অলিউর রহমান খান লিটনসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।