নেত্রকোনা ব‍্যাটিলিয়ন (৩১বিজিবি) কতৃক সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০৩জন আসামি সহ ২০ বোতল ভারতীয় মদ আটক।

IMG-20251007-WA0087

সারোয়ার পারভেজ বাবু,নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ


অধিনায়ক নেত্রকোনা ব‍্যাটিলিয়ন (৩১বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান ০৭ অক্টোবর মঙ্গলবার ২০২৫ তারিখ সকাল আনুমানিক ১১.১৫ ঘটিকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব‍্যাটিলিয়ন (৩১বিজিবি) এর অধিনস্ত লেংগুড়া বিওপির ০৬ সদস্যর একটি বিশেষ টহল দল কতৃক বিওপির দায়িত্ব পৃর্ণ এলাকার ১১৭২ এমসি হতে আনুমানিক ৩ কি: মি: বাংলাদেশের অভ‍্যন্তরে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার ৫নং লেংগুড়া ইউনিয়ন এর লেংগুড়া বাসষ্ঠান্ড নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০৩জন আসামি সহ ভারতীয় আইস ভদকা ২০বোতল মদ আটক করে উক্ত নাগরিকদের ঠিকানা (১) মো: নূর আলম (১৮) (২) সবুজ মিয়া (২২) (৩) মো: ঈব্রাহিম (২২) তাদের গ্রাম রাজবাড়ী ডাকঘর বরুয়াকোণা উপজেলা কলমাকান্দা জেলা নেত্রকোনা আসামীদের মাদক সহ কলমাকান্দা থানায় হস্থান্তর করা হবে।

You may have missed