ছাতকে চুরা কারবারির গড ফাদার নাছির উদ্দিন বিঁড়ি নিয়ে নৌ-পুলিশের হাতে গ্রেফতার!

IMG-20251007-WA0079

সুমন আহমদ সিলেট প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতকে ভারতীয় তৈরি ৪২ হাজার ‘শেখ নাছির উদ্দিন বিড়ি’সহ এক ব্যক্তিকে আটক করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ৩টা ১০ মিনিটের দিকে ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির এসআই (নি.) মো. এরশাদ আলী ও এএসআই (নি.) নাইমুন হাসান চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ ছাতক থানার সুরমা নদীর দক্ষিণ পাড়ে কলাহাটা চৌধুরী ঘাট এলাকা থেকে এ বিড়িগুলো জব্দ করেন।
নৌ-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় তৈরি ৪২,০০০ (বিয়াল্লিশ হাজার) শেখ নাছির উদ্দিন বিড়ি উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৮৪,০০০ (চৌরাশি হাজার) টাকা। এ ঘটনায় জড়িত উপজেলার রহমতপুর গ্রামের ছমরু মিয়ার ছেলে নাছির উদ্দিন (২৮) কে আটক করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

ছাতক থানা’র (ওসি) মোঃ সফিকুল ইসলাম আরও জানান, সুনামগঞ্জের ছাতকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।বিশেষ করে অনৈতিক কর্মকাণ্ড,মাদক ও জুয়া সংক্রান্ত অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা পুলিশ প্রশাসন জানিয়েছে, জনগণের সহযোগিতা ছাড়া মাদক ও মদ পাচার রোধ করা সম্ভব নয়। প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে এবং সন্দেহজনক কোনো কর্মকাণ্ড চোখে পড়লে পুলিশকে দ্রুত জানাতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করলে এ ধরনের অপরাধ কমে আসবে। প্রশাসন জানিয়েছে, পুলিশের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও তরুণদের এগিয়ে আসতে হবে। সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলেই মাদক ও অবৈধ মদের বিস্তার রোধ করা সম্ভব হবে।

You may have missed