কুড়িগ্রামে প্রবীন দিবস উদযাপন।

IMG-20251007-WA0056

কুড়িগ্রাম বিশেষ প্রতিনিধি।

একদিন তুমি পৃথিবী গড়েছো
আজ আমি স্বপ্ন গড়বো সযত্নে তোমায় রাখবো আগলে এই প্রতিপাদ্যকে ধারন করে নানান আয়োজনে কুড়িগ্রামে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অফিস র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে। মঙ্গলবার (৭অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালীটি বের হয় পরে ফুলকুড়ি মিলায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে শতাধিক প্রবীনকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক সিফাত মেহনাজ ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত এ খুদা, সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ হুমায়ুন কবীর, প্রবীন সামিউল ইসলাম নান্টু,সমাজসেবা কর্মকর্তা মেহদী হাসান,সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু,ফজলুল করিম ফারাজী, সুজন মোহন্ত,মশিউর রহমান বিপুলসহ অনান্যরা।
বক্তব্যে কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন,পরিবারের প্রবীনদের ভুমিকা অপরিসীম। আমরা প্রবীনদের হাত ধরে পৃথিবীতে এসেছি।প্রবীনরা যাতে অবহেলার পাত্র না হয় সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে।কেননা আমরাও একদিন প্রবীন হবো।
মোঃএরশাদুল হক

You may have missed