ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মোড়েলগঞ্জে মানববন্ধন।

মোড়েলগঞ্জ( বাগেরহাট) প্রতিনিধঃ
বাংলাদেশ ইসলামী ব্যাংক এস আলম গ্রুপের দেওয়া অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে বাগেরহাটে মোড়েলগঞ্জে বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম এর আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ৬ অক্টোবর (সোমবার) মোড়েলগঞ্জ বাজার মেইন রোড ইসলামী ব্যাংক মোড়লগঞ্জ শাখার সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট বিনিয়োগকারী গ্রাহক মাওলানা ইব্রাহিম খান। চাকরি প্রত্যাশী মোঃ নাজমুল হাসান তাজিম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন গ্রাহক মোঃ রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফারুক হোসেন সামাদ। রেভিটেন্স হোল্ডার মোঃ মাসুম হোসেন কচি, ব্যবসায়ী মোঃ আল আমিন, বিনিয়োগ গ্রাহক মোঃ শফিউল আজম।
মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্যে বলেন ইসলামী ব্যাংকে অবৈধভাবে দখল করেছিল আওয়ামী সরকারের দোসর এস আলম গ্রুপ। ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপ দুর্নীতি করে ৩৬ হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করছে।
বক্তারা আরও বলেন ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা মাফিয়া এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তা ও কর্মচারীদের অনতিবিলম্বে বরখাস্তের দাবি সহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচেটিয়া অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধাবৃত্তিক নিয়োগের দাবি জানান।
সে সময় বিভিন্ন স্থান থেকে আগত ব্যক্তিবর্গ ব্যাংক গ্রাহক সহ রেমিটেন্স হোল্ডারগন উপস্থিত ছিলেন।