ঈশ্বরদীতে নৌ চ্যানেলের ইজারা কেন্দ্র করে গোলাগুলি, দুই যুবক গুলিবিদ্ধ।

পাবনা জেলা প্রতিনিধিঃ
পাবনার ঈশ্বরদীতে নৌ চ্যানেলের ইজারা তুলাকে কেন্দ্র করে “গ্রুপঅন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড”-এর সহকারী পরিচালক সোহেল খন্দকারের লোকজনের সঙ্গে পিন্টু বাহিনীর গোলাগুলির ঘটনায় সজিব ও নিজাম নামের দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার সাড়াঘাট সুইজগেট এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, পদ্মা নদীর গোয়ালন্দ থেকে পাকশী পর্যন্ত ৫ কোটি ৬০ লাখ টাকায় চ্যানেল চার্জ আদায়ের ইজারা পায় “গ্রুপঅন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড” নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
গত ৩ অক্টোবর পিন্টু বাহিনী জোরপূর্বক ওই চ্যানেল থেকে চাঁদা তুলে আসছিল। তারই জের ধরে সোমবার দুপুরে “গ্রুপঅন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড”-এর লোকজন তাদের বাধা দিলে পিন্টু বাহিনীর সঙ্গে গোলাগুলি শুরু হয়। এতে সজিব ও নিজাম নামের দুইজন গুলিবিদ্ধ হন।
গোপন সূত্রে জানা যায়, গত রবিবার (৫ অক্টোবর) পাবনা জেলা প্রশাসক মফিজুল ইসলাম পিন্টু বাহিনীকে চ্যানেলে চাঁদা তুলতে মৌখিকভাবে নিষেধ করেছিলেন। সেই নিষেধাজ্ঞা অমান্য করে সোমবারও পিন্টু বাহিনী নদীতে নেমে চাঁদা তুলছিল।
“গ্রুপঅন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড”-এর অভিযোগ, গত তিনদিন ধরে পিন্টু বাহিনী জোরপূর্বক চাঁদা তুলে আসছে। বারবার প্রশাসনের সহযোগিতা চেয়েও কোনো সাড়া না পাওয়ায় অবশেষে আজ এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
এ বিষয়ে জাকারিয়া পিন্টুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।