নিরাপদ সড়ক চাই’ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার দোয়া মাহফিল ও মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত: ইলিয়াস কাঞ্চনের রোগমুক্তির জন্য বিশেষ প্রার্থনা।

IMG-20251006-WA0024

মোঃ জানে আলম রনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।

ব্রাহ্মণবাড়িয়া, [05/09/2025 ইং মানবিক সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব ইলিয়াস কাঞ্চনের দ্রুত রোগমুক্তি জন্য দোয়া কামনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিল ও মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে বিদেশে ব্রেইন ক্যান্সারের চিকিৎসা গ্রহণ করছেন এই গুণী ব্যক্তি। সভায় তার সুচিকিৎসা ও দ্রুত আরোগ্য লাভের জন্য দেশ ও বিদেশের সকলের কাছে আন্তরিক দোয়া কামনা করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার চেয়ারম্যান জনাব মোঃ সাদেকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভার মূল আলোচ্য বিষয় ও সিদ্ধান্তসমূহ:

ইলিয়াস কাঞ্চনের রোগমুক্তি কামনা: সভায় নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতা ও পরিপূর্ণ আরোগ্য লাভের জন্য বিশেষ দোয়া করা হয়। তার চিকিৎসার অগ্রগতি এবং সুস্থ হয়ে দ্রুত দেশে ফেরার জন্য সকলের কাছে প্রার্থনা জানানো হয়।
জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন: আসন্ন জাতীয় নিরাপদ সড়ক দিবস পালনের বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার বিস্তারিত কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। প্রতি বছরের মতো এবারও এই দিবসটি যথাযথ গুরুত্ব ও কর্মসূচির মাধ্যমে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
ফোরলেন রাস্তা নির্মাণজনিত জনদুর্ভোগ নিরসন: নির্মাণাধীন ফোরলেন রাস্তা নির্মাণকাজের কারণে সৃষ্ট জনদুর্ভোগ এবং যানজট নিরসনে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। সিদ্ধান্ত নেওয়া হয় যে, এই বিষয়ে জনগণকে সচেতন করতে লিফলেট বিতরণ, মাইকিং এবং মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হবে।
বৃক্ষরোপণ কর্মসূচি: পরিবেশ রক্ষায় এবং সড়কের