নাটোরের বরাইগ্রামে মুখ থেতলে বৃদ্ধাকে হত্যা,স্বর্ণালংকার চুরি

IMG-20251006-WA0026

মোঃ নাহিদ ইসলাম,নাটোর জেলা ক্রাইম রিপোর্টারঃ

নাটোরের বড়াইগ্রামে মমতাজ বেগম (৬৯) নামে এক বৃদ্ধাকে নিজ বাড়িতে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বনপাড়া পৌর শহরের সরদারপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত মমতাজ বেগম ওই এলাকার মৃত শফিউল্লাহ ইঞ্জিনিয়ারের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, স্বামীর মৃত্যুর প্রায় এক যুগ পার হলেও একাই বসবাস করতেন মমতাজ বেগম। তার এক ছেলে ও এক মেয়ে। তারা নিজেদের পরিবার নিয়ে আলাদা থাকেন। গৃহস্থালির কাজে সহায়তা করতেন দুই গৃহকর্মী—দিনে সুফিয়া বেগম (৪০) এবং বিভিন্ন জায়গার জমি দেখাশোনা ও রাতে প্রহরীর দায়িত্বে ছিলেন কাজী আবু শামা (৬১)। তার বাড়িও একই মহল্লায়।

প্রতিদিনের মতো এশার নামাজ শেষে আবু শামা বাড়িতে ফিরে এসে দেখেন, মমতাজ বেগম রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছেন ও তার মুখমণ্ডল থেঁতলানো ছিল। আবু শামার চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে আশপাশের বাড়িঘর থেকে আত্মীয়-স্বজন এসে তাকে দ্রুত বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের দাবি, নিহতের পরিহিত কয়েকটি স্বর্ণালংকার তার শরীরে নেই। তাদের ধারণা, এটি ডাকাতির উদ্দেশ্যে সংঘটিত একটি হত্যাকাণ্ড।

এদিকে ঘটনার পরপরই বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে ও পিবিআই পৌঁছে তদন্ত শুরু করে এবং গৃহকর্মী সুফিয়া ও প্রহরী আবু শামাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জন্য তাদের বড়াইগ্রাম থানায় নেওয়া হয়েছে। এখন পর্যন্ত হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। রাতেই তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বড়াইগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার বলেন, প্রাথমিকভাবে এটি একটি নৃশংস হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।