কেন্দুয়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে যুবদল নেতা রফিকুল ইসলাম শামীম এর স্বরণে মিলাদ ও দোয়া মাহফিল

IMG-20251006-WA0047

মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের সাবেক ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক, যুবদল নেতা রফিক ইসলাম শামীম এর স্বরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৬ অক্টোবর সোমবার বিকেলে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার- উপজেলা ও পৌর বিএনপি এবং তার সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে- উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়া’র সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভুইঁয়া মজনু’র সঞ্চালনায়- গন্ডা ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা রফিকুল ইসলাম শামীম এর স্বরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া পরিচালনা করেন- উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আতাউর রহমান কাদেরী।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল আউয়াল খান, সহসাংগঠনিক সম্পাদক আতাউর রহমান কাদেরী, মুক্তি যুদ্ধা বিষয়ক সম্পাদক নুরুল হক, দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান বিল্টু, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও উপজেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম এর সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান,সহ সাংগঠনিক সম্পাদক জামাল মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মাইন উদ্দিন, উপজেলা তাতীদলের আহবায়ক আব্দুর রহমান, পৌর যুবদলের সদস্য সচিব শান্তি খান, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক তৌফিকুল হক শিবলী, তোফায়েল আহমেদ, পৌর শ্রমিক দলের সভাপতি শহীদ মিয়া, পৌর মহিলা দলের সভাপতি উর্মী আক্তার, সাধারণ সম্পাদক কল্পনা আক্তারসহ উপজেলা ও পৌর বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ।

উল্লেখঃ গত ২ জুলাই ২০২৫ রাত অনুমান ১১.৩০ সময় বাড়ি থেকে মোটরসাইকেল যোগে পাহাড়পুর বাজার যাওয়ার পথে অপহরণ হয় শফিকুল ইসলাম শামীম। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম হিলালী ও উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতা কর্মীদের দীর্ঘ মানববন্ধনের ২ মাস ২৭ দিন পর গন্ডা ইউনিয়নের বইজান বিলে পাওয়া যায় অর্ধগলিত নিখোঁজ শামীম এর লাশ।