শাজাহানপুরে বামুনিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপালের পক্ষে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ।
মোঃ হোসেন আলী, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে বামুনিয়া ফাজিল মাদ্রাসায় প্রিন্সিপালকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচির অংশ হিসেবে প্রিন্সিপালের পক্ষে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে।
তারা নয়মাইল এলাকায় ঢাকা–বগুড়া মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচি শুরু করে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় দিকেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। তারা মাদ্রাসার প্রিন্সিপালের পক্ষে নানা স্লোগান দেন এবং তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগগুলোকে ‘অযৌক্তিক’ বলে দাবি করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রিন্সিপালের বিরুদ্ধে একটি পক্ষ নানা অভিযোগ উত্থাপন করে, যার জেরে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে শিক্ষার্থীরা মহাসড়কে নেমে প্রিন্সিপালের প্রতি তাদের সমর্থন প্রকাশ করে।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। অবরোধের কারণে ওই মহাসড়কে বহুক্ষণ ধরে যান চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
