যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচন ২৫ অক্টবর, ৩৪ মনোনয়ন জমা,’মালিকুজ্জামান কাকা।

বিশেষ প্রতিবেদকঃ
যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং খুলনা ৪৬২) এর নির্বাচন আগামী ২৫ অক্টবর। শনিবার নির্ধারিত দিনে ৩৫ টি মনোনয়ন পত্র বিক্রি হয়েছে। দুটি প্যানেল আলাদা আলাদা মনোনয়ন সংগ্রহ করে তা জমা দিয়েছেন। দুটি প্যানেল আত্ম প্রকাশ করেছে। এর একটি বিশু-মিজান পরিষদ। অন্যটি হচ্ছে সবুজ-রুস্তম পরিষদ। এর বাইরে জাহাঙ্গীর ড্রাইভার সাধারণ সম্পাদক পদে একক মনোনয়ন পত্র গ্রহণ করেছেন।
সোমবার সকাল থেকে প্রধান নির্বাচন কমিশনার রবিউল হোসেন রবি বোর্ডে হাজির ছিলেন। এ সময় সদস্য সচিব আনছারুল হক রানা, এডভোকেট হাজী আনিছুর রহমান মুকুলসহ নির্বাচন পরিচালনা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
জাহাঙ্গীর ড্রাইভার সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র সংগ্রহ করে তা জমা দিতে পারেননি একটি আইনের মার প্যাচে পড়ে। ৪ অক্টবর বেলা ১১ টা থেকে ১২ টার মধ্যে মনোনয়ন পত্র তিনি সংগ্রহ করেন।নির্বাচন কমিশন সূত্র জানায়, মোট ৩৫টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রাথীরা। এর মধ্যে দুটি প্যানেলের ৩৪টি এবং প্যানেলের বাইরে জাহাঙ্গীর ড্রাইভার মনোনয়ন পত্র ক্রয় করেছেন। তবে জাহাঙ্গীর ড্রাইভারের মনোনয়ন পত্র জমা দিতে পারেননি।
মনোনয়ন জমা দানকারীরা হলেন, সভাপতি পদে শ্রী বিশ্বনাথ ঘোষ ও রুস্তম আলী। সহ সভাপতি পদ প্রার্থী ছয় জন হলেন, রফিকুল ইসলাম, আহমদ আলী, জাহাঙ্গীর আলী (বাবু), আক্তারুজ্জামান, শাহজালাল হাজারী, মাসুদ রানা।সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও শহিদুর রহমান সবুজ। সহ সাধারণ সম্পাদক চার প্রার্থী হলেন, ওহিদুল ইসলাম, ইলিয়াছ হোসেন, সাগর হোসেন, রিফাত হোসেন, সিরাজুল ইসলাম (সাবু ) ও ইউনুচ আলী। সাংগঠনিক সম্পাদক দুই প্রার্থী হলেন শাহজালাল সজল ও জাহাঙ্গীর হোসেন। সহ সাংগঠনিক সম্পাদক দুই প্রার্থী হলেন, শাহীন উদ্দীন শেখ ও বাবলুর রহমান।
প্রচার সম্পাদক পদে দুই প্রার্থী হলেন, আজিজুল ইসলাম সেলিম ও শামিম। কোষাধক্ষ পদ প্রার্থী দুইজন বাবু ও আব্দুল্লাহ। সড়ক সম্পাদক পদে মনোনয়ন পত্র জমা দাতারা হলেন, নাছির উদ্দীন ও আব্দুর রহিম সোহাগ। সহ সড়ক সম্পাদক দুই জন প্রার্থী হচ্ছেন মহসিন আলী ও আ: আজিজ। সমাজ কল্যাণ সম্পাদক পদে দুই প্রার্থী হলেন, আরশাদ আলী ও জিয়াদুর রহমান। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রাথী দুই। এরা হলেন, শুকুর হোসেন রনি ও শুকুর আলী। শ্রম বিষয়ক সম্পাদক প্রার্থী তিনজন হলেন, সফিকুল ইসলাম বাবু, সামছুর রহমান ও রুস্তম আলী।
ভোটের লিস্ট এক হাজার এবং মনোনয়ন পত্র ১০০ টাকা প্রত্যেক প্রার্থী বাবদ ১১০০ টাকা খরচ গ্রহণ করেছে নির্বাচন কমিশন।
ভোটার লিস্ট অনুযায়ী ১৯৬৯ জন ভোটার ভোট দেবেন। ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ২৫ অক্টবর নির্বাচন।
এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত যশোর চাঁচড়া চেকপোস্টস্থ শ্রমিক ভবনে দ্বিতীয় তলায় ভোট গ্রহণ হবে।
মনোনয়ন পত্র জমা ৬ অক্টবর। ৯ তারিখ প্রত্যাহার এবং ১১ অক্টবর প্রতীক বরাদ্দ সহ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
সাধারণ সদস্যরা জানান, বিশু-মিজান পরিষদের পাল্টা পরিষদ জুলু-মোহাম্মদ আলী পরিষদ। এই পরিষদের লোকজন প্রকাশ্যে প্যানেল না দিলেও সবুজ-রুস্তম প্যানেলের সাথে দেখা যাচ্ছে। রেলগেট মুজিব সড়কের দুটি ডিস ইন্টারনেট অফিসে এদের দিনে রাতে দেখা যাচ্ছে। এরা নিজেদের বিএনপি সমর্থিত প্যানেল দাবি করছে।