পাবনা সদর হাসপাতাল সহ বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে ১০জন দালাল আটক।

IMG-20251006-WA0058

আব্দুল্লাহ আল মোমিন,পাবনা জেলা প্রতিনিধিঃ

২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ,বেসরকারি পল্লী ডায়াগনস্টিক সেন্টারসহ বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে সেনাবাহিনী ও পাবনা সদর থানা পুলিশ কর্তৃক যৌথভাবে অভিযান পরিচালনা করে ১০জন দালাল আটক করেছে।

আটককৃতদের পরিচয়ঃ
ক) নাদিরা(৩৫),স্বামী-রবি,সাং-নুরপুর,পাবনা সদর,পাবনা।
খ) শেলি(৩৫),স্বামী -জহুরুল,সাং-হেমায়েতপুর,পাবনা সদর,পাবনা।
গ) সোহাগ(৩৫),পিতা-আজগর আলী,সাং-শালগাড়িয়া,পাবনা সদর,পাবনা।
ঘ) সুশীল(৪০),পিতা-সুনীল কুণ্ডু,সাং-সিংগা বাইপাস,পাবনা সদর,পাবনা। 
ঙ) সুজন(৪২),মৃত আজিজুর রহমান গোলাপ,সাং- শালগাড়িয়া,পাবনা সদর,পাবনা।
চ) আসিফ(২০),পিতা-মৃত শামসুল,সাং-শালগাড়িয়া,পাবনা সদর,পাবনা।
ছ) ইমন(২৫),পিতা-সেলিম বিশ্বাস,সাং-জালালপুর,বাগছিপাড়া,পাবনা সদর,পাবনা।
জ) মোঃ রাজিব(৩৭),পিতা-মৃত আইয়ুব আলী, সাং-পাথরতলা,পাবনা সদর,পাবনা।
ঝ) জাহাঙ্গীর(৩৫)পিতা-মৃত সামাদ,সাং-সিংগা গাংকোলা,পাবনা সদর,পাবনা।
ঞ) মোঃ পলাশ(৩৫),পিতা-হোসেন মন্ডল,সাং-মেরিল বাইপাস,পাবনা সদর,পাবনা।

এ সময় পাবনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব এসএম ফুয়াদ মোবাইল কোর্ট পরিচালনা করে আটককৃত প্রত্যেককে ০৭দিনের করে কারাদণ্ড প্রদান করে।