নেত্রকোনায় মাদকবিরোধী অভিযানে দুইজন আটক, কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান।

মোঃ রাসেল আহমেদ, নেত্রকোনা প্রতিনিধি।
নেত্রকোনা, ৫ অক্টোবর ২০২৫:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোনা কর্তৃক জেলার সদর থানাধীন এলাকায় এক বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দুইজন মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
সূত্রে জানা যায়, রবিবার (৫ অক্টোবর ২০২৫) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম নেত্রকোনা সদর থানাধীন নাগড়া বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সামনে ও খতিব নগুয়া এলাকায় হঠাৎ অভিযান চালায়। এ সময় মাদকদ্রব্য সেবনরত অবস্থায় দুইজন ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—
১। মোঃ রুবেল মিয়া (২৪), পিতা: দুলাল মিয়া, সাং: মালনি, থানা: নেত্রকোনা সদর, জেলা: নেত্রকোনা।
২। মোঃ রতন মিয়া (৫০), পিতা: মৃত মরম আলী, সাং: খতিব নগুয়া, থানা: নেত্রকোনা সদর, জেলা: নেত্রকোনা।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন নেত্রকোনা সদর ভূমি অফিসের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শামছুজ্জামান আসিফ। তিনি ঘটনাস্থলেই মোবাইল কোর্ট পরিচালনা করে আসামিদের দোষী সাব্যস্ত করেন এবং তাদেরকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
পরবর্তীতে দণ্ডপ্রাপ্ত আসামিদের নেত্রকোনা জেলা কারাগারে প্রেরণ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে।
নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে প্রশাসনের পাশাপাশি জনগণেরও সক্রিয় ভূমিকা রাখা জরুরি।