নাটোরে ডিবি পুলিশের অভিযানে ১১ কেজি গাজাসহ দুই ব্যবসায়ী গ্রেফতার।

মোঃ নাহিদ ইসলাম,নাটোর জেলা ক্রাইম রিপোর্টারঃ
নাটোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১১ কেজি গাঁজা সহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। অভিযানটি সোমবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার তেবাড়ীয়া ইউনিয়নের নারায়নপাড়া গ্রামে, ঢাকা-রাজশাহী মহাসড়কের ধারে নির্মাণাধীন শান্তি ফিলিং স্টেশনের সামনে পরিচালিত হয়। আটককৃতদের মধ্যে একজন হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাজরামপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নিমগাছী গ্রামের মিন্টু রহমানের ছেলে সেলিম আহম্মদ (২৬) এবং অপরজন একই জেলার শিবগঞ্জ থানার মনাকষা ইউনিয়নের দাদন চক এলাকার মো. সাদেকুল ইসলামের ছেলে জুবায়ের ইসলাম, যাকে আশিক নামেও পরিচিত (২২)। ডিবি পুলিশ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট স্থাপন করে অভিযান চালানো হয়। সেই সময়ে সন্দেহজনকভাবে চলাচলকারী দুই যুবককে আটক করা হলে, তাদের দেহ তল্লাশি করে সেলিম আহম্মদের কাছে ৮ কেজি এবং জুবায়ের ইসলামের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার হয়। এই অভিযানের নেতৃত্ব দেয় জেলা গোয়েন্দা শাখার একটি টিম। উদ্ধারকৃত মোট ১১ কেজি গাঁজা জব্দ করে নাটোর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে, জানিয়েছেন পুলিশ। নাটোর জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, “মাদকদ্রব্যের বিরুদ্ধে নাটোর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”