গাজীপুরে বিআরটি প্রকল্পের ভোগান্তি নিরসনের দাবিতে মানববন্ধন

IMG-20251006-WA0060

তারেক রহমান ফয়সাল,গাজীপুর মহানগর প্রতিনিধিঃ

গাজীপুর, ০৬ অক্টোবর
টঙ্গী কলেজ সংলগ্ন এলাকায় আজ নিরাপদ সড়কের দাবিতে এক মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির প্রধান অতিথি ছিলেন এবি পার্টির শ্যাডো অ্যাফেয়ার্সের সেক্রেটারি ব্যারিস্টার আব্বাস ইসলাম খান এবং সঞ্চালনা করেন গাজীপুর মহানগর এবি পার্টির সদস্য সচিব মাসুদ জোমাদ্দার।

মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তৃতা করেন এনসিপি গাজীপুর জেলার নাবীল বিন ইউসুফ, যুবশক্তির তানজীল হাসান, আপ বাংলাদেশের মো. ইব্রাহীম, এবি পার্টির জেলা ও মহানগর আহ্বায়ক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, এবি পার্টির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সুলতানা রাজিয়া, তারেক রহমান ফয়সাল এবি পার্টি গাজীপুর মহানগর ও জাতীয় পেশাজীবী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো. রওশন আলী, গাজীপুর মহিলা দলের আহ্বায়ক ফেরদৌসী বেগম, এবি পার্টির নেত্রী রাজিয়া বেগম, গাছা থানার আহ্বায়ক সিদ্দিকুর রহমান, সদস্য সচিব রাজীব খান সেতু, ভাসানী জনশক্তি পার্টির কেন্দ্রীয় নেতা মো. সাইফুল আলম চৌধুরী ও মো. ফারুক হোসেনসহ অনেকে।

বক্তৃতায় ব্যারিস্টার আব্বাস ইসলাম খান গাজীপুরে সড়ক নিরাপত্তা ও নাগরিক দুর্ভোগ কমাতে নয় দফা প্রস্তাব তুলে ধরেন। তাঁর দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—
জনগণের নিরাপদ চলাচলের জন্য অবিলম্বে সব ওভারব্রিজ চালু করা,বৃদ্ধ, প্রতিবন্ধী ও শিশুদের সুবিধার্থে প্রতিটি ওভারব্রিজে এস্কেলেটর ও লিফট চালু রাখা,স্কুল-কলেজের সামনে জেব্রা ক্রসিং স্থাপন ও শিক্ষার্থীদের নিরাপদ পারাপারে ট্রাফিক পুলিশ মোতায়েন করা, টঙ্গী ব্রিজ সংস্কার করে সাধারণ যানবাহনের জন্য উন্মুক্ত রাখা,ফ্লাইওভার এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন ও পুলিশ মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা,ফ্লাইওভারে ভারী ট্রাক চলাচল বন্ধ রাখা ও রাত ১২টার পর সীমিতভাবে ট্রাক চলাচল অনুমোদন করা, নির্দিষ্ট বাস স্টপেজ ও ওয়েটিং লাইন নির্ধারণ করা,অরক্ষিত ম্যানহোলে ঢাকনা স্থাপন করে পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করা ও জলাবদ্ধতা রোধে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা।

অন্যান্য বক্তারা বলেন, “বিআরটি প্রকল্পের কারণে গাজীপুরবাসী গত ১৩ বছর ধরে অবর্ণনীয় ভোগান্তির শিকার। এই দুর্দশা থেকে মুক্তি পেতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।” তাঁরা আরও অভিযোগ করেন, প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি শুধু জনজীবনকেই বিপর্যস্ত করেনি, বরং সরকারের উন্নয়ন ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করেছে।