ঢাকা-পাবনা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষে সরেজমিন পরিদর্শন করলেন সিনিয়র সচিব এহসানুল হক,’শীঘ্রই ঢাকা পাবনা রেল যোগাযোগ স্থাপন।

আব্দুল্লাহ আল মোমিন,পাবনা জেলা প্রতিনিধিঃ
উত্তরাঞ্চলের প্রবেশদ্বার কৃষি ও শিল্প সমৃদ্ধ পাবনার সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন৷ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক।
এ সময়ে সরকারের রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম উপস্থিত ছিলেন। এ লক্ষ্যে তাদের নেতৃত্বে সরকারের উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি প্রতিনিধি দল পরিদর্শনের জন্য পাবনা যান।।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক মোঃ মফিজুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা জেলা জামাতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা জামাতের নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হোসাইন, সাবেক এমপি সেলিম রেজা হাবিব প্রমুখ রাজনৈতিক নেতৃবৃন্দ।
এছাড়াও, প্রতিনিধিদলে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলীসহ অন্যান্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্তর্ভুক্ত ছিলেন৷
শুক্রবার ( ৩ অক্টোবর) দুই সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা পাবনার এলাকা সরেজমিন পরিদর্শনে যাওয়ার আগে পাবনার বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।