❝আফগানিস্তানকে ধবলধোলাই করল বাংলাদেশ❞

{"AIGC":{"Label":"1","ContentProducer":"001191350100M000100Y4300000","ProduceID":"657823f904234f8bb126c1af978f85ef","ReservedCode1":"","ContentPropagator":"001191350100M000100Y4300000","PropagateID":"657823f904234f8bb126c1af978f85ef","ReservedCode2":""}}
মো: আহমুদুল হাসান,
লালমনিরহাট জেলা প্রতিনিধি।
-আহমেদজাইয়ের ওভারের প্রথম বলে সাইফের ছক্কা, শেষ বলে ছক্কা মারলেন নুরুল হাসান। ব্যস, ২ ওভার বাকি রেখেই জিতে গেল বাংলাদেশ। সেই সঙ্গে তিন ম্যাচের সিরিজে আফগানিস্তানকে ৩–০ ব্যবধানে ধবলধোলাই করল জাকের আলীর দল। আরেকটি বাংলাওয়াশ বলাই যায়।
১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নামা বাংলাদেশের ব্যাটসম্যানরা আজ বেশ হিসেবি ব্যাটিং করেছেন। রশিদ–মুজিবদের দেখেশুনে খেলে চড়াও হয়েছেন দুই অনভিজ্ঞ পেসার আবদুল্লাহ আহমেদজাই ও বশির আহমেদের ওপর। আহমেদজাই ও বশির মিলে ৭ ওভারে দিয়েছেন ৮৮ রান। তাঁদের ওপর দিয়ে সবচেয়ে বড় ঝড় বইয়ে দিয়েছেন সাইফ হাসান। টি–টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ রান করার পথে সাইফ মেরেছেন দুটি চার ও সাতটি ছক্কা।
ম্যাচসেরার পুরস্কার সাইফের হাতেই উঠেছে। তিন ম্যাচে ৫.৫৮ ইকোনমি রেটে ৫ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।
আফগানিস্তান: ২০ ওভারে ১৪৩/৯ (রাসুলি ৩২, আতাল ২৮, মুজিব ২৩; সাইফউদ্দিন ৩/১৫, নাসুম ২/২৪, তানজিম ২/২৪, শরীফুল ১/৩৩, রিশাদ ১/৩৯)। বাংলাদেশ: ১৮ ওভারে ১৪৪/৪ (সাইফ ৬৪, তানজিদ ৩৩, পারভেজ ১৪, নুরুল ১০*, জাকের ১০; মুজিব ২/২৬, ওমরজাই ১/১২, আহমেদজাই ১/৫০)। ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: সাইফ হাসান। ম্যান অব দ্য সিরিজ: নাসুম আহমেদ। সিরিজ: বাংলাদেশ ৩–০ ব্যবধানে জয়ী।