সেরা স্বেচ্ছাসেবী সম্মাননা পেলেন মোঃ দেলোয়ার হোসেন শাকিল।

বিদ্যুৎ চন্দ্র বর্মন, নিজস্ব প্রতিবেদক:
সমাজসেবায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ “আলোকিত সুন্দরগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠন” কর্তৃক সেরা স্বেচ্ছাসেবী সম্মাননা অর্জন করেছেন তরুণ সমাজসেবক মোঃ দেলোয়ার হোসেন শাকিল।
সম্প্রতি সুন্দরগঞ্জের স্থানীয় এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংগঠনের কর্মকর্তারা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন দেলোয়ার হোসেন শাকিল, যা সমাজে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।
সম্মাননা প্রাপ্তির পর কৃতজ্ঞতা প্রকাশ করে মোঃ দেলোয়ার হোসেন শাকিল বলেন —
এই সম্মাননা শুধু আমার নয়, বরং প্রতিটি স্বেচ্ছাসেবকের — যারা নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়িয়ে সমাজকে আলোকিত করে তোলে। আমি ‘আলোকিত সুন্দরগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠন’-এর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এই সম্মাননার জন্য।”
তিনি আরও বলেন, ভবিষ্যতেও তিনি সমাজের উন্নয়ন ও মানবতার সেবায় আরও দায়িত্বশীলভাবে কাজ করে যেতে চান।