সাংবাদিক এসএম হায়াত উদ্দিনকে কুপিয়ে হত্যা ও বিচারের দাবিতে (নাটোরে) মানববন্ধন।

বিশেষ প্রতিবেদকঃ
সাংবাদিক হত্যার প্রতিবাদে নাটোরে পুরাতন বাস টার্মিনাল প্রেসক্লাবের মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ হত্যার প্রতিবাদের নাটোর জেলা বিভিন্ন গণমাধ্যম কর্মীরদের নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গত শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় বাগেরহাট শহরের হাড়িখালি এলাকায় সন্ত্রাসী হামলায় নিহত হন দৈনিক ভোরের চেতনা পত্রিকার নিজস্ব প্রতিবেদক সাংবাদিক এসএম হায়াত উদ্দিন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, একদল অজ্ঞাত দূর্বৃত্তা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহতের বাড়ি বাগেরহাট পৌরসভার উত্তর হাড়িখালি এলাকায়।
শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উত্তর হাড়িখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
নাটোর প্রেস ক্লাব, ইউনাইটেড প্রেস ক্লাব, ইউনিক প্রেসক্লাব, বড়াইগ্রাম ও লালপুরের সাংবাদিক নেতৃবৃন্দরা এই মানববন্ধনে তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে।
এ সময় বক্তব্য রাখেন,একাত্তর টেলিভিশনের নাটোর প্রতিনিধি বুলবুল আহমেদ, যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপন্ডেন্ট নাজমুল হাসান, চ্যানেল ২৪ এর সাংবাদিক দেবাশিষ কুমার সরকার, বাংলাদেশ প্রতিদিন পত্রিকা ও নিউজ ২৪ সাংবাদিক নাসিম উদ্দিন, ভোরের চেতনা পত্রিকার বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি কায়েস উদ্দিন, ভোরের চেতনার বাগাতিপাড়া উপজেলা প্রতিনিধি মো: শামসুল আলম,
নাটোর জেলার বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, মানবাধিকারকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। বক্তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।