মদনে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ।

মোঃ রাসেল আহমেদ, নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনার মদন উপজেলায় হারুন চৌধুরী (৬০) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার (৫ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হারুন চৌধুরী তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের জজ মিয়া চৌধুরীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষি শ্রমিকের খোঁজে সন্ধ্যায় পাশের রুদ্রশ্রী গ্রামে যান হারুন চৌধুরী। এ সময় তুচ্ছ বিষয় নিয়ে ওই গ্রামের শাহাবুদ্দিন নামের এক ব্যক্তির সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাহাবুদ্দিনসহ কয়েকজন মিলে তাকে মারধর করে। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাতিজা পলক চৌধুরী বলেন, “আমার চাচা শ্রমিক খুঁজতে গিয়েছিলেন। কিন্তু শাহাবুদ্দিন ও তার সহযোগীরা কোনো কারণ ছাড়াই তাকে মারধর করে। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।”
মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. তায়েব হোসেন বলেন, “মৃত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।”
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”