বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ১১জন।

মোঃ হোসেন আলী, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়া গাবতলী মডেল থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ১১জন।
গাবতলী মডেল থানার অফিসার ফোর্স কর্তৃক থানা এলাকার বিভিন্ন ইউনিয়নে অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত আসামি ১।মো: জাকির হোসেন,পিতা আব্দুল মজিদ গ্রাম সন্ধ্যাবাড়ি থানা গাবতলী জেলা বগুড়া অপরপার আসামী যৌতুক নিরোধ আইনের গেপ্তারি পরোয়ানামূলে আসামি ২।মোঃ শাহাদত মোল্লা পিতা শুক্রা মোল্লা গ্রাম, আসামি ৩।রুমি বেগম (৪০)স্বামী মোঃ জাহাঙ্গীর আলম উভয় সাং বাইগুনি সাবেক পাড়া, উভয় থানা গাবতলী জেলা বগুড়া, ইহা ছাড়াও ঢাকার যাত্রাবাড়ী থানার মামলা নম্বর সিআর ১০৪৬/২৪ এর গ্রেপ্তারী পরোয়ানা মূলে ৪।আসামি কনক কুমার দাস পিতা শ্রীনাথ চন্দ্র দাস ৫।চঞ্চল কুমার, পিতা শ্রীনাথ চন্দ্র দাস উভয় সং নাড়ুয়া মালা, ৬।রঞ্জনা পিতা গোপাল ৭।ঝন্টু ৮।আয়েশা ৯।সিদ্দিক মিয়া পিতা মোঃ আব্দুল কাফি ১০।আইরিন (২৫)স্বামী সিদ্দিক ১১।আব্দুল কাফি পিতা মৃত ওয়াজেদ আলী সর্বসাগ নারুয়ামালা থানা গাবতলী জেলা বগুড়া দের অরেন্টমূলে গতরাতে আসামিদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করে। তাদের সবাইকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।