ভোলাহাটে বিশ্ব শিক্ষক দিবস’২৫ উপলক্ষে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত!

IMG-20251005-WA0038

এম. এস. আই শরীফ, ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা রোববার (০৫ অক্টোবর ২০২৫) বেলা ১১টায় অনুষ্ঠিত হয়।

“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি। “শিক্ষকদের ক্ষমতায়ন: স্থিতি স্থাপকতা জোরদার করা, স্থায়ীত্ব গড়ে তোলা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ যথাযথভাবে পালিত হয়েছে। এলক্ষ্যে একটি বর্ণাঢ্য রেলী উপজেলা নির্বাহী অফিস হতে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মডেল মসজিদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ হারুনর রশিদের সঞ্চালনায় উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ হুমায়ুন কবির, মোঃ রিয়াজুল ইসলাম, অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম, গোহালবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহসান আলী, প্রধান শিক্ষক মোঃ আকবর আলী, রিজিয়া খাতুন, মোঃ হাফিজুর রহমান, সুপারিন্টেন্ডেন্ট মোঃ বজলুর রহমানসহ বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার প্রধান এবং সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

ছবিক্যাপশনঃ ভোলাহাটে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ পালনে বর্ণাঢ্য রেলীর দৃশ্য। পাশে-বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকগণের দৃশ্য।