নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে অভিনব কায়দায় লুকানো ৪৫ কেজি গাঁজা উদ্ধার — গ্রেফতার ১, মাদকের বিরুদ্ধে যুদ্ধ আরও বেগবান।

IMG-20251005-WA0003

বিশেষ প্রতিবেদকঃ

নরসিংদী আবারও প্রমাণ করলো—আইনের চোখ ফাঁকি দেওয়া যায় না। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের তৎপরতায় অভিনব কায়দায় লুকানো বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে, আটক হয়েছে এক চক্রের মূল হোতা।

রবিবার (৫ অক্টোবর) সকাল ১০টা ৫০ মিনিটে নরসিংদীর শিবপুর থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াদিয়া খলাপাড়া সিএনবি ব্রিজের পশ্চিম পাশে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে একটি পিকআপ ভ্যান থামায় ডিবি পুলিশের চৌকস টিম। প্রথমে কিছুই সন্দেহজনক মনে না হলেও অভিজ্ঞ চোখে ধরা পড়ে গাড়িটির ভেতরে অস্বাভাবিকতা। পরে তল্লাশি চালিয়ে পাওয়া যায় পিকআপের গোপন চেম্বার—যেখানে গোপনে রাখা ছিল ৪৫ কেজি গাঁজা।

অভিযানে গ্রেফতার করা হয় আল মামুন (৩৮) নামে এক মাদক পরিবেশককে। তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার বটতলা এলাকার মৃত আজিজুর রহমানের পুত্র। ঘটনাস্থল থেকে গাঁজা পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়েছে।

ডিবি পুলিশের এই সফল অভিযানে নরসিংদীর সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। মাদকবিরোধী এই অভিযানকে তারা পুলিশের সাহসী ও দেশপ্রেমিক ভূমিকার প্রতিফলন হিসেবে দেখছেন।

জেলা পুলিশের এক কর্মকর্তা দৃঢ় কণ্ঠে বলেন—

“মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান শুধু চলবেই না—এবার তা হবে আরও কঠোর, আরও নির্ভুল। নরসিংদীকে মাদকমুক্ত করতেই আমরা বদ্ধপরিকর।”

নরসিংদী জেলা পুলিশের এই অভিযান আবারও প্রমাণ করল—
আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে অপরাধের কোনো আশ্রয় এই মাটিতে আর থাকবে না।

You may have missed