শ্বশুর বাড়ির গেটের সামনে থেকে জামাইয়ের মোটরসাইকেল চুরি।

মোঃ হোসেন আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের ভান্ডার পাইকা গ্রামের জামে মসজিদ থেকে জুমার নামাজের সময় ১৫০ সিসি পালসার মোটর সাইকেল চুরি হয়েছে। গাড়ির মালিক মো: মনজুরুল ইসলাম মাঝিড়া ইউনিয়নের সাজাপুর পশ্চিম পাড়ার বাসিন্দা।
ভূক্তভোগী জানান, আজ শুক্রবার দুপুর ১ টা ১০ মিনিট এ আমি আমার শশুর বাড়ি ভান্ডার পাইকা গ্রামে বাড়ির গেটের সমানে মোটর সাইকেল রেখে নামাজ পড়তে যাই এবং অতপর জুম্মা নামাজ শেষে ১ টা ৩০ এসে দেখি মোটরসাইকেল নাই। যাহার রেজিষ্ট্রশন নাম্বর বগুড়া ল ১৩-১৩৯৬, ইঞ্জিন নং-DHYCKF 85431। উক্ত গাড়ি কেউ কোথাও দেখলে বা খোঁজ পেলে এই নাম্বার এ যোগাযোগ করবেন- ০১৭৪৩২৯২৩৯৭, ০১৮৯৭৭০৭১৪০ অথবা সঙ্গে সঙ্গে শাজাহানপুর থানা পুলিশকে অবগত করবেন।