শ্বশুর বাড়ির গেটের সামনে থেকে জামাইয়ের মোটরসাইকেল চুরি।

IMG_20251003_223507

মোঃ হোসেন আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের ভান্ডার পাইকা গ্রামের জামে মসজিদ থেকে জুমার নামাজের সময় ১৫০ সিসি পালসার মোটর সাইকেল চুরি হয়েছে। গাড়ির মালিক মো: মনজুরুল ইসলাম মাঝিড়া ইউনিয়নের সাজাপুর পশ্চিম পাড়ার বাসিন্দা।

ভূক্তভোগী জানান, আজ শুক্রবার দুপুর ১ টা ১০ মিনিট এ আমি আমার শশুর বাড়ি ভান্ডার পাইকা গ্রামে বাড়ির গেটের সমানে মোটর সাইকেল রেখে নামাজ পড়তে যাই এবং অতপর জুম্মা নামাজ শেষে ১ টা ৩০ এসে দেখি মোটরসাইকেল নাই। যাহার রেজিষ্ট্রশন নাম্বর বগুড়া ল ১৩-১৩৯৬, ইঞ্জিন নং-DHYCKF 85431। উক্ত গাড়ি কেউ কোথাও দেখলে বা খোঁজ পেলে এই নাম্বার এ যোগাযোগ করবেন- ০১৭৪৩২৯২৩৯৭, ০১৮৯৭৭০৭১৪০ অথবা সঙ্গে সঙ্গে শাজাহানপুর থানা পুলিশকে অবগত করবেন।