শান্তি-সম্প্রীতির প্রতীক গোলাপ ফুল নিয়েই জাতীয় রাজনীতির ময়দানে জাকের পার্টি

IMG-20251003-WA0017

মোঃ ফিরোজ আহমেদ। বাগেহাট প্রতিনিধি।

“শান্তি, সম্প্রীতি ও মানবতার প্রতীক গোলাপ ফুল”—এই আদর্শ নিয়েই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ জাকের পার্টি। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিউধারা ইউনিয়নে আয়োজিত জেলা সাংগঠনিক সমাবেশে দলটির নেতৃবৃন্দ এই ঘোষণা দেন।

সমাবেশে বক্তারা বলেন, নির্বাচন শুধুমাত্র ক্ষমতা দখলের লড়াই নয়, বরং জনগণের আস্থা অর্জনের একটি গণতান্ত্রিক পথ। জাকের পার্টি জন্মলগ্ন থেকেই সৌহার্দ্য, সম্প্রীতি ও শান্তির রাজনীতি করে আসছে। এবার নির্বাচনে গোলাপ ফুল মার্কাকে সামনে রেখে জনগণের কাছে নতুন দিগন্তের বার্তা পৌঁছে দেওয়া হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বাগেরহাট জেলা যুব ওলামা ফ্রন্টের সভাপতি এবং মোরেলগঞ্জ-শরণখোলা আসনে মনোনয়ন প্রত্যাশী হাফেজ মাওলানা ওমর ফারুক বুলবুলি বলেন—
“বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের একমাত্র বাহক জাকের পার্টি। শান্তি-সম্প্রীতির রাজনীতিকে জয়ী করতে হলে গোলাপ ফুল মার্কায় ভোট দিতে হবে।”

প্রধান অতিথির বক্তব্যে জেলা সভাপতি খান আরিফুর রহমান আরিফ বলেন—
“ব্লক চেইন প্রযুক্তির মাধ্যমে নির্বাচন হলে জনগণ ঘরে বসেই ভোট দিতে পারবে, আর নির্বাচন হবে শতভাগ নিরপেক্ষ। জাকের পার্টি জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন ভূমিকা রাখবে।”

সভায় আরও বক্তব্য রাখেন জেলা জাকের পার্টির সহ-সভাপতি খান আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক চাঁন, মোংলা উপজেলা সভাপতি বাদল হোসেন হাওলাদার প্রমুখ।

সবশেষে বক্তারা এক কণ্ঠে ঘোষণা দেন—
“আসন্ন নির্বাচনে গোলাপ ফুল ফুটবেই, আর সেই ফুল হবে শান্তি ও পরিবর্তনের প্রতীক।”