বিশ্ব সুন্নী আন্দোলনের উদ্যোগে শাণে গাউসে পাক (র:) ও জামে আউলিয়াকেরামের পথ পুনরুদ্ধার ও সালাতুসালাম সম্মেলন।

আহমদ রেজা, চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান
ঢাকা গুলশান কার্যালয়ে আজ বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের উদ্যোগে “শাণে গাউসে পাক (র:) ও জামে আউলিয়াকেরামের পথ পুনরুদ্ধার ও সালাতুসালাম সম্মেলন” অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা, বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক ও বাংলাদেশ চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।
আল্লামা ইমাম হায়াত তার বক্তব্যে বলেন—
ঐক্যের ডাক: যারা আওলিয়া কেরামকে ভালোবাসে এবং সত্য-মানবতার দ্বীন প্রতিষ্ঠা চায়, তাদের সব সংকীর্ণতা ছেড়ে ঐক্যবদ্ধ হয়ে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট গড়ে তুলতে হবে। একই সঙ্গে মানবতায় বিশ্বাসী সব মানুষকে নিয়ে ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলেশন প্রতিষ্ঠা করতে হবে।
মওদুদিবাদ ও বিভ্রান্তি: তিনি বলেন, আল্লাহতাআলার নাম যারা মুছে দেয় তারা নাস্তিক। মওদুদিবাদ আল্লাহতাআলার দুশমন দল, এরা ইসলামের নামে বিভ্রান্তি ছড়িয়ে তরুণদের বলি দিচ্ছে। ওয়াহাবিবাদ-মওদুদিবাদ-সালাফিবাদ ধর্মের নামে ক্ষমতার কুফরি স্বার্থ হাসিল করছে।
মাজারের গুরুত্ব: মাজার বিদ্বেষীরা ইসলামের শত্রু। মাজারই ইসলামের আধ্যাত্মিক কেন্দ্র। আওলিয়া কেরামকে ভালোবাসা ও শ্রদ্ধা ঈমানের অবিচ্ছেদ্য অঙ্গ।
মানবমুক্তির পথ: প্রবৃত্তির দাসত্ব ও পার্থিব মোহ থেকে মুক্তির আলো হলেন আওলিয়া কেরাম। আর বিশ্ব ইনসানিয়াত বিপ্লব ছাড়া অবিচার-জালিম শক্তির আধিপত্য থেকে মুক্তি সম্ভব নয়।
ইমাম হায়াত বলেন—
“দয়াময় আল্লাহতাআলা, প্রিয়নবীর প্রেম, আওলিয়া কেরামের শিক্ষা এবং দ্বীন-মিল্লাতের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ স্থান দিতে হবে। তাহলেই দ্বীনের পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা সম্ভব।”