বগুড়া শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি,

মোঃ হোসেন আলী, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি করার সময় হাতে-নাতে আ’টক হয়েছেন হান্নান (২৫) নামে এক যুবক। তিনি উপজেলার সাজাপুর ইউনিয়নের বেলপুকুর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে বিভিন্ন সরঞ্জাম চুরির চেষ্টা করছিলেন হান্নান। এ সময় কর্তব্যরতরা বিষয়টি টের পেয়ে তাকে ধরে ফেলে। পরে ঘটনাস্থলেই তাকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশে সোপর্দ করা হয়।
এ ঘটনায় শাজাহানপুর থানা পুলিশ নিশ্চিত করেছে যে আ’টক যুবককে জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।