আজ বিজয় দশমী দেবী দুর্গার বিসর্জন।

হাবিবুল্লাহ বাহার, শ্যামনগর প্রতিনিধিঃ
আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি বিজয় দশমীর মধ্য দিয়ে। সনাতন ধর্মাবলম্বীরা নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মা দুর্গাকে অশ্রুসজলে বিদায় জানাবেন। সকালে মন্দিরগুলোতে বিসর্জন উপলক্ষে অনুষ্ঠিত হয় দেবীর পূজা, সিঁদুর খেলা ও আরতি।
দুপুরের পর থেকেই বিভিন্ন পূজা মণ্ডপ থেকে শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা নদী ও জলাশয়ে নিয়ে যাওয়া হবে। ঢাক-ঢোল, উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠবে বিসর্জন প্রাঙ্গণ। নারীরা দেবীকে সিঁদুর ও মিষ্টি নিবেদন করে শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। প্রতিটি বিসর্জনস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি।
পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, “মা দুর্গাকে বিদায় দিলেও আগামী বছর আবার মর্ত্যে আগমনের অপেক্ষায় আমরা উন্মুখ থাকব।”
বিজয়া দশমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করলেও বিদায়ের বেদনায় গভীর আবেগঘন মুহূর্ত ছিল তাদের মধ্যে।
প্রতি বছরের ন্যায় এ বছরও আজ দুপুরের পর থেকে শুধু হবে দ্বিতীয় টাকিতে বিসর্জন পর্ব। এখানে বিভিন্ন স্থান থেকে দেবী দুর্গাসহ তার সাথী সংগীদের নিয়ে প্রতিমা বিসর্জনের জন্য বুড়িগোয়ালিনী সংলগ্ন খোল পাটুয়া নদীতে বিশাল আয়োজনে বিসর্জন দিবেন দেবী দুর্গা মা কে। এখানে শত শত নৌযানে ঘোরানো হবে দেবী দুর্গাকে, এবং মহা ধুমধামের মধ্য দিয়ে আতশবাজি সহ বিভিন্ন বাজি বাজনার মধ্য দিয়ে বিদায় জানানো হবে দেবী দুর্গাকে।