লালমনিরহাটসহ সারাদেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ভক্তরা বিদায় জানালেন মা দুর্গাকে।

IMG-20251002-WA0053

প্রদীপ কুমার রায় আদিতমারি প্রতিনিধি:

শারদ আকাশে ঢাক-ঢোলের আওয়াজ, ভক্তদের চোখে জল—এর মধ্য দিয়েই বৃহস্পতিবার (২ অক্টোবর) সমাপ্ত হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মহাসপ্তমী থেকে মহা নবমী পর্যন্ত উৎসবের আনন্দঘন পরিবেশে মুখর ছিল প্রতিটি পূজামণ্ডপ। তবে আজ বিজয়া দশমীতে নেমে আসে আবেগঘন বিদায়ের সুর।

জেলার আদিতমারি, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম ও সদর উপজেলাসহ প্রতিটি পূজামণ্ডপে হাজারো ভক্ত-অনুরাগীর উপস্থিতিতে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়। নদী, পুকুর ও জলাশয়ে প্রতিমা বিসর্জনের সময় ভক্তদের চোখ ভিজেছে অশ্রুজলে। বিদায় মুহূর্তে একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন ভক্তরা এবং আগামী বছর নতুন করে দেবী দুর্গার আগমনের প্রত্যাশা করেন।

পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা জানান, সর্বস্তরের মানুষের সহযোগিতায় এ বছরও শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন করা সম্ভব হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও মণ্ডপগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।

ধর্মীয় নেতৃবৃন্দ বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি একটি সর্বজনীন উৎসব। হিন্দু-মুসলিম নির্বিশেষে সকলে অংশগ্রহণ করেছে, যা ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।

আবেগঘন বিদায় মুহূর্তে ভক্তদের মুখে উচ্চারিত হয়েছে একটাই প্রত্যাশা—
“আশ্বিনে আবার আসিবে মা, শারদীয় আনন্দে ভরিবে ধরা।”