গৃহবধূ ফাতেমাকে ধর্ষণ ও হত্যার অভিযোগ,’বিচারের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন।

20251001_061353

কুড়িগ্রাম বিশেষ প্রতিনিধিঃ


কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জে গৃহবধূ ফাতেমাকে দলবদ্ধ ধর্ষণের পর গলাটিপে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখার অভিযোগ তুলে দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। বুধবার (১ অক্টোবর ২০২৫) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।
নিহত ফাতেমার পিতা মো. আসাদ আলী (আসাবুদ্দিন) লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, তার মেয়েকে গত ১৪ আগস্ট ২০২৫ রাতে উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের উত্তর বালাডোবা গ্রামের স্বামীর বাড়িতে ১২ ব্যক্তি সংঘবদ্ধভাবে ধর্ষণ করে হত্যা করে। পরে লাশ ঘরের ধরনায় ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচারনা চালায়।
ঘটনার পর বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলুর প্রত্যক্ষ তদবিরে স্থানীয় পুলিশ ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। লাশের গলায় ও শরীরে জখম থাকার পরও আত্মহত্যা বলে নিহতের পিতার নিকট থেকে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নেয় নামাজের চর পুলিশফাড়ির এসআই জাহাঙ্গীর। অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও মামলা ও তদন্তের কোনো অগ্রগতি নেই। বরং ভিকটিমের পরিবারকেই হুমকি দেওয়া হচ্ছে। পুলিশ ও জনপ্রতিনিধিরা অভিযুক্তদের থেকে টাকার বিনিময়ে সত্য গোপন করেছে।
অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবী জানান স্বজনরা।
মোঃএরশাদুল হক